১। ভাড়াটিয়া সিকিউরিটি মানি বাবদ “মায়ের স্বপ্ন” পরিবারকে ফ্যামিলি ইউনিটের জন্য ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা এবং সিঙ্গেল ইউনিটের জন্য ৮,০০০/- (আট হাজার) টাকা অগ্রিম বাবদ প্রদান করিবেন। ফ্ল্যাট ছাড়িয়া যাওয়ার সময় উক্ত টাকা “মায়ের স্বপ্ন” পরিবার ফেরত দিবেন।
২। ভাড়া প্রতি মাসে ফ্যামিলি ইউনিটের জন্য ৭,০০০/- (সাত হাজার) টাকা এবং সিঙ্গেল ইউনিটের জন্য ৪,০০০/- (চার হাজার) টাকা।
৩। মাসিক ভাড়া প্রতি মাসের ৭ (সাত) তারিখের মধ্যে পরিশোধ করিতে হইবে। পর পর ২ (দুই) মাস ভাড়া প্রদানে ব্যর্থ হইলে ডিফলটার হিসাবে উচ্ছেদযোগ্য বিবেচিত হইবেন।
৪। উভয়পক্ষ বিশেষ প্রয়োজনে ভাড়াকৃত ফ্ল্যাট খালি করিয়া দিতে বাধ্য থাকিবেন। সেক্ষেত্রে উভয়পক্ষ ২ (দুই) মাসের অগ্রিম নোটিশ প্রদান করিবেন।
৫। ভাড়াটিয়া ভাড়াকৃত ফ্ল্যাটটি শুধু মাত্র বসবাসের জন্য ব্যবহার করিবেন। কোন প্রকার সাবলেট হিসেবে কাউকে ভাড়া দিতে পারিবেন না।
৬। অত্র ফ্ল্যাটটিতে ভাড়াটিয়া কোন প্রকার আইন বহিরভুত কার্যকলাপ করিতে পারিবেন না।
৭। ভাড়াকৃত বাসস্থানটি যাবতীয় আনুসাংগীক মাসিক সার্ভিস চার্জ, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি ভাড়াটিয়া বহন করিবেন এবং উহা পরিশোধ করিয়া পরিশোধের কপি মালিককে প্রতি মাসে দিতে বাধ্য থাকিবেন।
৮। ভাড়াটিয়া ভাড়াকৃত বাসস্থানটি কোন প্রকার ভাংচুর করিতে পারিবেন না। যদি কোন প্রকার ক্ষতি সাধন করিয়া থাকেন তাহলে ভাড়াটিয়া নিজ খরচে প্রতিস্থাপন করিতে বাধ্য থাকিবেন।
৯। দেয়ালে আঁকা আঁকি করা যাবে না। আমাদের ইলেক্ট্রিক ও পাইপ ফিটিংস মিস্ত্রীকে পূর্ব জিজ্ঞাসা ব্যাতিত দেয়ালে ড্রিল করে ছিদ্র করা যাবে না।
১০। এলাকাটি গ্যাস লাইন সুবিধার আওতাধীন নয় বিধায় LPG সিলিন্ডার গ্যাস ইউজ করতে হবে। অবশ্যই বেক্সিমকো প্লাস্টিক LPG সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হবে। “মায়ের স্বপ্ন” পরিবারে যুক্ত হলে প্রথম প্লাস্টিক LPG সিলিন্ডারটি “মায়ের স্বপ্ন” পরিবারের পক্ষ থেকে পেয়ে যাবেন।